ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে দেশের সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত খুলছে। দীর্ঘ এই ছুটির পরে আবারও কর্মব্যস্ত হয়ে উঠবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
ছুটির আগের শেষ কর্মদিবস ছিল ২৭ মার্চ (বৃহস্পতিবার)। এরপর ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির মাধ্যমে শুরু হয় টানা ছুটি, যা চলে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত।
এই ছুটির মধ্যে ছিল ঈদের মূল দিন ৩১ মার্চ (সোমবার), ঈদের আগের দিন ৩০ মার্চ (রবিবার) ও ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিলও ছিল সরকারি ছুটি। ৩ এপ্রিলও ছুটি ঘোষণা করা হয় নির্বাহী আদেশে। এভাবে মূলত পাঁচ দিনের ঈদ ছুটির সঙ্গে দুই দফায় শুক্র ও শনিবার মিলে হয় আরও চারদিন ছুটি। সব মিলিয়ে মোট নয় দিনের ছুটি কাটানোর সুযোগ পান চাকরিজীবীরা।
আজ থেকে অফিস খোলার পাশাপাশি অফিস সময়ও ফিরছে রমজান-পূর্ব সূচিতে, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে।