বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ত্রিপুরা ও আসামের রাজনীতিকরা এটিকে ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন।
কী বলেছেন ড. ইউনূস?
চীনে এক আলোচনায় ড. ইউনূস বলেন, ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো ল্যান্ডলকড এবং সমুদ্রের সঙ্গে সংযোগ পেতে হলে বাংলাদেশকেই ব্যবহার করতে হবে।
ভারতের কড়া প্রতিক্রিয়া
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন, এটি ভারতের কৌশলগত দুর্বলতার বিষয়ে নতুন করে বিতর্ক তৈরি করছে।
ত্রিপুরার তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যোত মানিক্য বলেছেন, ভারতের উচিত বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করা।
কংগ্রেস নেতা পবন খেরা মন্তব্য করেছেন, বাংলাদেশ চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে কৌশল সাজাচ্ছে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন সংকট?
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক এমনিতেই উত্তপ্ত, এর মধ্যে এই মন্তব্য নতুন করে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি একে ‘ভুল বার্তা’ হিসেবে দেখছেন।
এই পরিস্থিতি ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।