শাকিবের ‘বরবাদ’ সিনেমা পাইরেসির শিকার, জিডি করলেন প্রযোজক

শাকিবের ‘বরবাদ’ সিনেমা পাইরেসির শিকার, জিডি করলেন প্রযোজক

ঈদের দিনেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ল শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন প্রযোজক ও পরিচালক।

মঙ্গলবার দুপুরে প্রযোজক শাহরিন আক্তার সুমি গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পরিচালক মেহেদি হাসান ও তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে অভিযোগ জানান।

পরিচালক মেহেদি হাসান বলেন, “১২০টি হলে সিনেমাটি চলছে, তবে পাইরেসির উৎস চিহ্নিত করতে কাজ চলছে।”

প্রযোজক শাহরিন আক্তার জানান, “সোশ্যাল মিডিয়া থেকে পাইরেটেড ফুটেজ নামিয়ে ফেলা সম্ভব হয়েছে, তবে হল থেকে যারা পাইরেসি করেছে, তাদের শাস্তির আওতায় আনা দরকার।”

সিনেমাটির মূল ভূমিকায় রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান।

আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে পাইরেসির উৎস শনাক্তে তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ