বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত, দেশ-জাতি ও ফিলিস্তিনের জন্য দোয়া

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত, দেশ-জাতি ও ফিলিস্তিনের জন্য দোয়া

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। সোমবার সকাল ৭টায় আয়োজিত এই জামাতে হাজারো মুসল্লি অংশ নেন।

ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী নামাজের আগে খুতবায় বলেন, “রোজাদারদের জন্য ঈদ আল্লাহর উপহার। এটি কেবল আনন্দের নয়, বরং দুঃস্থদের পাশে দাঁড়ানোর দিনও।”

নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্যও আল্লাহর দরবারে সহায়তা প্রার্থনা করা হয়।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, সকাল ৭টা থেকে শুরু হয়ে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে, যাতে ভিন্ন ভিন্ন ইমাম দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ