ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচির আয়োজন করে।
জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, ড্যাব জামালপুরের সদস্য সচিব ডা. তরিকুল ইসলাম রনিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশছাড়া করেছি, কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এখন আমাদের লক্ষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা। পরে দরিদ্র, অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ঔষধ প্রদান ও স্বেচ্ছায় রক্তদান করেন দলীয় নেতাকর্মীরা।