শরীয়তপুরের সরকারি পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ ছায়াদুল হক মোল্লাকে রাজকীয় বিদায় দিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। ফুল সজ্জিত গাড়িতে তাকে কলেজ থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান উপস্থিত সবাই।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে ডামুড্যা উপজেলার সরকারি পূর্ব মাদারীপুর কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠান হয়।
অধ্যক্ষ ছায়াদুল হক মোল্লা ৩২ বছর প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছেন। এই গুণী শিক্ষক দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় অধ্যক্ষকে বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করে। দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করেন তিনি।
আশিকুর রহমান হৃদয় নামের সাবেক এক শিক্ষার্থী বলেন, স্যার অনেক ভালো মানুষ ছিলেন। সব সময় সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়েছেন। আমরা সবসময় তাকে মনে রাখবো।
এ সময় অধ্যক্ষ ছায়াদুল হক মোল্লার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করে অনেক শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ী অধ্যক্ষের কর্মজীবন নিয়ে কথা বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন সহকর্মী আব্দুল মালেক। তিনি বলেন, ছায়াদুল হক মোল্লা কখনও আমাদের সঙ্গে স্যারসুলভ আচরণ করেননি। তিনি ছিলেন সকলের ভাই। যখন তাকে ডেকেছি, তখনই তাকে কাছে পেয়েছি।
সদ্য বিদায়ী অধ্যক্ষ ছায়াদুল হক মোল্লা বলেন, আমি দীর্ঘদিন প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করেছি। আমি চেষ্টা করেছি সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে। এক্ষেত্রে আমি সফলও হয়েছি। আমিও সকলের সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি সকল সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের মনে রাখবো।