ছাত্র আন্দোলনে অস্ত্র উঁচিয়ে হামলা, সাবেক পৌর কমিশনার গ্রেফতার

আওয়ামী লীগ সরকার পতনের একদফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলার ঘটনায় হোসেন আলী নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তিনি সিরাজগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক কমিশনার। গ্রেফতার হোসেন আলী সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির ক্যাডার ছিসেবে পরিচিত ছিলেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানান। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তাকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার শিহাব করিম বলেন, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরির ক্যাডার হোসেন আলী কমিশনারকে গ্রেফতার করা হয়েছে।

শেরেবাংলা নগর এলাকা থেকে র‌্যাব-২ এবং র‌্যাব-১২ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ