চট্টগ্রামের সীতাকুণ্ডে ছাত্র-জনতার মিছিলে হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের সাবেক এমপি এস এম আল মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগের ৭৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সীতাকুণ্ড শাখার সমন্বয়ক আজিজুল হাকিম সায়াত এ মামলা করেন।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- সাবেক এমপি এস এম আল মামুন (৫৮), মো. শাহজাহান (৫৩), বদিউল আলম জসিম (৪৫), দিদারুল আলম এ্যাপোলো (৪২), শাহাব উদ্দিন (৩৩), সুজিত দাশ প্রকাশ কালুস (৪১), সৈয়দ তাইমুর তানসীর (৪১), কাউন্সিলর সফিউল আলম মুরাদ (৪২), মিনহাজ (২৬), হাছান চৌধুরী (৪২), কাউন্সিলর ফজলে ইলাহী পায়েল, জাহেদ হোসেন ফারুক (৪০), ছালাউদ্দিন (৪০), ছালাউদ্দিন (৩৫), ছালাউদ্দিন (৩২), জাবের আল মাহমুদ, রেহান উদ্দিন (৪০), মানষ চৌধুরী সংগ্রাম (৪৫), আব্দুল কুদ্দুছ (৬০), একরাম হোসেন (৩০), মো: আবুল বশর (৩৫), দাওদ ফয়সাল (৩০), মো: সম্রাট (৩২), মো: শহিদ ওরফে ডাকাত শহিদ (৩২), রেজাউল করিম ভোলা (৩২), মো: রুবেল ওরফে ডাকাত রুবেল (২৮), এরশাদ হোসেন, মো: জাবেদসহ (৪০) ৭৪ জনকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। বাদীর আইনজীবী এম এ কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।