‘সব দলই ভারতকে হারাতে চায়, বাংলাদেশকে মজা করতে দিন’

দুদিন পর শুরু টেস্ট সিরিজ। তার আগে চেন্নাইয়ে সংবাদ সম্মেলনে ম্যাচ নিয়ে কথা বললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম নিয়ে কথা উঠলে রসিকতার ছলে বলে উঠলেন, ‘বাংলাদেশকে মজা করতে দিন।’ প্রায় ৪৫ দিনের বিরতির পর মাঠে নামতে যাচ্ছে ভারতীয় দল। অন্যদিকে সদ্যই পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছে বাংলাদেশ।

বাংলাদেশের এই দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে আলোচনা সব জায়গায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতও কি চাপে থাকবে? বাংলাদেশ কি হারিয়ে দিতে পারে ঘরের মাঠের ভারতকে? রোহিত শর্মা উত্তরটা দিলেন ঘুরিয়ে, একটু রসিকতার ছলে। সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘সব দলই ভারতকে হারাতে চায়।

ভারতকে হারানোর মজাই আলাদা। তাদের মজা করতে দিন। আমরা কেবল ফোকাস রাখছি তাদের কীভাবে হারাব সেদিকে। আমাদের ম্যাচ জিততে হবে, সেজন্যই আমরা এখানে এসেছি। তারা (বাংলাদেশ) আমাদের নিয়ে কী ভাবছে আর কী বলছে, সেটা নিয়ে আমরা ভাবছি না।’

রোহিত যোগ করেন, ‘যখন ইংল্যান্ড এখানে খেলতে আসে, তারাও অনেক কথা বলে। আমরা সেদিকে ফোকাস করি না। আমাদের ফলের দিকে নজর রাখতে হবে এবং এখানেও সেটাই লক্ষ্য। ভালো ক্রিকেট খেলতে হবে। ভারত সাম্প্রতিক সময়ে অনেক দলের বিপক্ষে খেলেছে, প্রত্যেকের বিপক্ষেই জয়ের লক্ষ্য নিয়েই নেমেছে। প্রতিপক্ষ নিয়ে আমরা ভাবি না।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ