ঢামেকে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কালো পতাকা মিছিল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তারা পতাকা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়ক প্রদক্ষিণ করেন।

নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রধান সমন্বয়ক মর্জিনা আক্তার জানান, আমরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের একদফা দাবি করে আসছি। আমাদের দাবি, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করতে হবে।

এ পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের সঠিকভাবে পদায়ন করতে হবে। তিনি আরও জানান, আমাদের এই পদযাত্রা এবং মিছিল দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। সেই সঙ্গে রোগীদের সেবা দানে কোনো গাফিলতি যেন না হয় সে বিষয়টিও আমরা লক্ষ্য রাখছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ