বৈষমবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সক্রিয় ভূমিকায় ফাহিম

স্টাফ রিপোর্টারঃ
স্বৈরাচারী সরকার পতনে বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে আজ পর্যন্ত নিরিবিচ্ছিন্ন ভাবে দেশের সেবায় কাজ করছেন তোলারাম কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত ফাহিম খন্দকার অনিক।
১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম নারায়ণগঞ্জ পৌর স্টোডিয়ামে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় আসলে, এখানেও তার ভূমিকা ছিল প্রশংসীয়।
স্বৈরাচারী সরকার আওয়ামীলীগের দোসরদের রক্তচক্ষু উপেক্ষা করে জুলাই-থেকে ৫ আগষ্ট পর্যন্ত নিজের জীবন বিলিয়ে দিয়ে দেশের তরে কাজ করেছেন অনিক, এছাড়াও বিজয়ের উল্লাসকে আরো বেগবান করতে আহত ছাত্র-জনতার মাঝে খোজ খবর নেন তিনি।
অনিক জানান আমার স্বপ্ন মাস্টার্স শেষ করে নারায়ণগঞ্জ বাসীর পক্ষে অসহায় দুস্থ মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন নতুন বাংলাদেশে ইভটিজিং, মাদক, সন্ত্রাস থাকবেনা ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ