জমি নিয়ে বিরোধে ছোটভাইয়ের হাতে বড়ভাই নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধে সাইফুল আলম (৭৫)) নামে এক ব্যক্তিকে লাঠির আঘাতে হত্যা করেছে আপন ছোটভাই দেলোয়ার মৃধাসহ তার লোকজন। এ সময় হামলায় নারীসহ গুরুতর আহত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাত ১২টায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে তারই দেবর দেলোয়ার হোসেন মৃধা (৫০) ও তার সহযোগী শিমুল হোসেন (২৫), আবু মুসা মোহন (৩৫) এবং দুই নারীসহ সাতজনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামিরা ঘরবাড়ি ছেড়ে পলাতক রয়েছে বলে এসআই কমল দে জানান।

বামনী ইউনিয়নের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন বলেন, বাড়ির যাতায়াতে রাস্তার জমি ও তিনটি নারিকেল গাছ নিয়ে সহজ-সরল সাইফুল আলমের সঙ্গে তারই আপন ছোটভাই দেলোয়ার হোসেন মৃধার বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমি ও গাছ দখল নিয়ে দুই ভাইয়ের পরিবারে ঝগড়া হয় এবং একপর্যায়ে মারামারি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয়। এ ঘটনায় জখমকৃত সাইফুল আলমকে রায়পুর হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে চাঁদপুর পৌঁছলেই তিনি মারা যান।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ