গোপন বৈঠকে আটক জামায়াতের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে বনানী থানায় মামলা

রাজধানীর বনানীতে একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় আটক করা হয় জামায়াতের ১০ নেতাকর্মীকে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৭ জুন) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বনানী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বনানীর ওয়্যারলেস গেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে থানা জামায়াতে ইসলামীর আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, আটকৃতরা ওই রেস্টুরেন্টে বসে আগামী ১০ জুন দলটির ঢাকায় বিক্ষোভ সমাবেশ ঘিরে নাশকতার পরিকল্পনা করছিল।

এদিকে, গত ২৯ মে পুলিশের কাছে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতে চার নেতা আটক হন। পরে যাচাই-বাছাই শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর গত সোমবার (৫ জুন) ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় জামায়াত। কিন্তু ডিএমপির পক্ষ থেকে তাদের কর্মসূচি পালনে অনুমতি না দেওয়া এবং পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়।

এরপর মঙ্গলবার (৬ জুন) বিকেলে আগামী ১০ জুন ঢাকায় বিক্ষোভ সমাবেশের অনুমতি নিতে ডিএমপি সদরদপ্তরে যান জামায়াতের একটি প্রতিনিধিদল। ডিএমপি আবেদন গ্রহণ করলেও অনুমতির বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ডিএমপি সদরদপ্তরের যুগ্ম-কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ