রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে মত বিনিময় সভা

 

বশির আহমেদ মোল্লা নরসিংদী প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার জনমত তৈরির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ নভেম্বর)উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের খান বাড়ী চত্বরে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সফল সভাপতি,সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক,নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল খালেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন,মনোহরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ভিপি মাহমুদুল হক,মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাসেদ মোল্লা ভুট্টো প্রমূখ। এ সময় সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ডা.রেহান উদ্দিন রেনু,পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান প্রধান,উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম,

নেছার উদ্দিন,আবুল কালাম মাষ্টার,সেন্টু আজমল ভূইয়া,উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মফিজ উদ্দীন মেম্বার,মুসলিম মেম্বার,মস্তুফা হোসেন মাতু,আলতাফ মাষ্টার,দ্বীন মোহাম্মদ মেম্বার,কামাল হোসেন, যুবদলের সাবেক সভাপতি মিল্টন তালুকদার, পৌর বিএনপি নেতা আকরাম কমিশনার, করিম মাষ্টার, মনির হোসেন, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলী আকবর, সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক কাজল কমিশনার, সদস্য সচিব হান্নান কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল,

সদস্য সচিব উজ্জল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন,সদস্য সচিব মাহফুজ,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য শফিক, ছাত্রনেতা মহসিন, মোজাহিদ, টিটু পরমানিক, শাকিল, হাশেম, আমিন, মোক্তার, রাকিব, পৌরসভা ছাত্রদলের অয়ন তালুকদার, সোহেল তানভীর, সুমন, আরাফাত সহ উপজেলা, ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের সর্বশেষ