পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ভারতের ক্রীড়াসুলভ মনোভাবের অভাব নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ভারত ক্রিকেটকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে এবং বিসিসিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। জিও নিউজ এই বক্তব্য প্রকাশ করেছে।
সম্প্রতি ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)কে নির্দেশ দেয়, যাতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছাড়তে হবে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তীব্র সমালোচনার মুখে পড়ে বিসিসিআই।
৮ জানুয়ারি লাহোরে এক সংবাদ সম্মেলনে শাহিন আফ্রিদি বলেন, ‘সীমান্তের ওপারে ক্রীড়াসুলভ আচরণের অভাব স্পষ্ট’। তিনি আরও যোগ করেন, ‘পাকিস্তান দল সবসময় মাঠে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে এসবের উত্তর দেয়ার চেষ্টা করেছে’।
এছাড়া, সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারও ভারত-পাকিস্তান ক্রিকেটের চলমান উত্তেজনাকে ‘দুঃখজনক’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি গত বছরের এশিয়া কাপের বিতর্কের প্রসঙ্গ তুলে বলেন, ‘ভারত টুর্নামেন্ট জিতলেও তাদের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করতে মঞ্চে ওঠেননি’।





