বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে মাইক্রোফোন হাতে কাজ করার কথা ছিল রিধিমা পাঠকের। তবে কাজ শুরুর আগেই তাকে উপস্থাপনার তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ঢাকায় বিপিএল পর্ব শুরুর সময় রিধিমা উপস্থিত হয়ে অনুষ্ঠান উপস্থাপন করার কথা থাকলেও, শেষ পর্যন্ত তিনি আসেননি। তার জায়গায় বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাস।
বিপিএলে ধারাভাষ্য দিতে উপস্থিত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস, রমিজ রাজা ও ড্যারেন গফের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা।
রিধিমার বাদ পড়ার কারণ সরাসরি বলা না হলেও, এটি মোস্তাফিজুর রহমানের ঘটনার প্রভাব বলে মনে করা হচ্ছে। গত শনিবার আইপিএল থেকে মোস্তাফিজুরকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এ সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশ-ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে, ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি চিঠির মাধ্যমে আইসিসিকে জানিয়ে দিয়েছে।





