বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পাথিরানাকে নিয়ে সংশয়, প্রশংসায় ভাসছেন মোস্তাফিজ

আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স ১৮ কোটি রুপিতে মাতিশা পাথিরানাকে দলে ভিড়িয়েছে। একইসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে।

বাংলাদেশের পেসার মোস্তাফিজুরকে কেনার জন্য কেকেআরের প্রশংসা থাকলেও পাথিরানার মূল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি আজ নিজের ইউটিউব চ্যানেলে বলেন,
“পাথিরানা বড় ঝুঁকি। সে হিট অ্যান্ড মিস বোলার। তবে কেকেআর মোস্তাফিজুরকেও নিয়েছে, যেটা খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। ব্রাভোর উপস্থিতির কারণে পাথিরানা কেকেআরে যাবে, এটা অনুমানই করা যাচ্ছিল। কিন্তু তার দাম আর এতগুলো দলের আগ্রহ অবাক করেছে।”

নিলামে পাথিরানার ওপর আগ্রহ চোখে পড়ার মতো ছিল। শুরুতে দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস দর হাঁকাতে থাকে। পরে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত লখনৌকে ছাড়িয়ে ১৮ কোটি রুপিতে তাকে দলে নেয় কলকাতা।

পাথিরানা আইপিএলে অভিষেক করেন ২০২২ সালে, সেবার খেলেন দুই ম্যাচ। ২০২৩ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ১৯ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে ওঠেন। পরের মৌসুমে ছয় ম্যাচে নেন ১৩ উইকেট। ২০২৫ আসরে ১২ ম্যাচে ১৩ উইকেট নেন পাথিরানা, রান দেন ওভারপ্রতি ১০.১৪ করে। নিলামের আগে চেন্নাই তাকে ছেড়ে দেয় এবং ফেরানোর চেষ্টা করে না।

শ্রীকান্ত নিলামে অতিরিক্ত দর হাঁকানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “লখনৌ ১৮ কোটি পর্যন্ত গেল। সে কি সত্যিই এত বড় বোলার? শেষ আইপিএলে তার পারফরম্যান্স ছিল খুবই সাধারণ। অনেক খেলোয়াড় এক মৌসুম খারাপ করলেই বাদ পড়ে যায়। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক এক মৌসুম ভালো না করায় এখন দৃশ্যপটেই নেই। একই কথা ডেভন কনওয়ের ক্ষেত্রেও।”

শেয়ার করুন