অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ আবারও জয়ের দেখা পেয়েছে। স্থান নির্ধারণী ম্যাচে কোরিয়াকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে লাল-সবুজের দল। এই ম্যাচে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়ানোর নাটকীয় গল্প ফুটিয়ে তোলেন কোচ সিগফ্রাইড আইকম্যানের খেলোয়াড়রা। বিশেষভাবে নায়কত্ব দেখান বাংলাদেশের হামজা আমিরুল ইসলাম।
ভারতের মাদুরাই আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে লি মিন হিয়কের গোলে এগিয়ে যায় কোরিয়া। দ্বিতীয় কোয়ার্টারে ২০ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে কোরিয়ার ব্যবধান দ্বিগুণ হয়। এরপরই বাংলাদেশি দল আশা দেখাতে শুরু করে, আর আমিরুল ছিলেন সেই ঘুরে দাঁড়ানোর মূল কুশীলব।
২১ মিনিটে পেনাল্টি কর্নার পেলে বাংলাদেশ সমতা ফিরিয়ে আনে। ২৪ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে আমিরুল গোল করে ম্যাচে সমতা আনেন।
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ দুটি পেনাল্টি কর্নার পেলেও সেগুলো কাজে লাগাতে পারছিল না। তবে ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের লিড নিশ্চিত করেন আমিরুল। এতে তিনি তার চতুর্থ হ্যাটট্রিক অর্জন করেন জুনিয়র বিশ্বকাপে এবং মোট ১৫ গোলের সঙ্গে টুর্নামেন্টে শীর্ষে থাকেন।
বাংলাদেশ এগিয়ে থাকার পর কোরিয়া টানা ৫টি পেনাল্টি কর্নার পেলেও গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে ৫২ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৪-২ করেন ওবায়দুল জয়। ৫৩ মিনিটে মিন হিয়ক হ্যাটট্রিক পূর্ণ করলেও কোরিয়ার জয় ফিরিয়ে আনতে পারেনি। ৬০ মিনিটে বাংলাদেশের পঞ্চম গোল আসে রাকিবুল হাসান রকির স্টিকে।
এই জয়ের ফলে বাংলাদেশ ১৭তম স্থান অধিগ্রহণের ম্যাচ খেলতে এক ধাপ দূরে। আগামী মঙ্গলবার মেহরাব হোসেন সামিনের দল ১৭তম স্থান নির্ধারণীর ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গে মুখোমুখি হবে।





