বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদির খুনিদের ধরতে না পারার খেসারত দিলো সিয়াম: জামায়াত আমির

রাজধানীর মগবাজারে দুর্বৃত্তের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে সিয়াম (১৯) নামে এক তরুণ নিহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নিহত তরুণকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টে জামায়াত আমির লিখেছেন, ‘আজ সন্ধ্যায় রাজধানীর মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি। নিহত সিয়ামের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্যধারণের তাওফিক দান করুন।’

একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে ডা. শফিকুর রহমান আরও লিখেন, ‘শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার করতে না পারার খেসারত দিতে হলো নিরীহ সিয়ামকে।’

তিনি প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকেও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এলাকার এসেম্বিলিস অফ গডস (এজি) চার্চ সংলগ্ন রাস্তায় ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়। সিয়াম ওই এলাকার একটি ডেকোরেটর দোকানে কর্মরত ছিলেন। তার বাবার নাম আলী আকবর। পরিবারের সঙ্গে ইস্কাটনের দুই হাজার গলিতে থাকতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙের দোকানে চা খাচ্ছিলেন সিয়াম। হঠাৎ ফ্লাইওভার থেকে নিক্ষেপিত ককটেল তার মাথায় এসে পড়ে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন।

শেয়ার করুন