বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ রিপাবলিকান পার্টির শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি

দলটির দপ্তর সম্পাদক সুচক চৌধুরী বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “ওসমান হাদির অকাল প্রয়াণে আমাদের দল তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। দেশের জন্য তার ত্যাগ ও সংগ্রামের স্মৃতিকে আমরা চিরস্মরণীয় রাখব।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাদির আত্মত্যাগ ও স্বাধীনতাকামী আদর্শ বাংলাদেশের সব মুক্তিকামী মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শেয়ার করুন