ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমাদের এই সহযোদ্ধার প্রয়াণে জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মীরা দুঃখিত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকস্তব্ধ পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানাচ্ছি।”





