অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত আরোগ্যের প্রত্যাশায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) বাদ আসর ২২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানজুড়ে খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দলীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনা পুনরুজ্জীবনের আহ্বান উঠে আসে নেতাদের বক্তব্যে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, “গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশ জনগণের প্রেরণার প্রতীক। তার সুস্থতা আজ জাতির প্রত্যাশা। উনার জন্য দোয়া ও প্রার্থনায় জনগণের অংশগ্রহণ প্রমাণ করে—তিনি এখনো দেশের গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আল মামুন বাবু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।
দোয়া মাহফিলে যোগ দেন সাবেক বিএনপি নেতা আক্তার হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা পারভেজ রিপন, বর্তমান সভাপতি তৌফিকুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মির্জা ইমরুল মুন্না, সাংগঠনিক সম্পাদক জনি দাস, ১২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জাকি।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফসানা আক্তার মিনি ও সাধারণ সম্পাদিকা মোসাঃ সুফিয়া। নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্রের অগ্রগতি এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কামনা করেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এমন কর্মসূচি তৃণমূল বিএনপির সক্রিয়তা ও অভ্যন্তরীণ সমন্বয়কে আরও দৃঢ় করে তুলছে। দোয়া মাহফিল শেষ হয় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সম্মিলিত প্রার্থনার মাধ্যমে।





