বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাউল শিল্পীদের ওপর হামলাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি এ ঘটনাকে ‘উগ্র ধর্মান্ধদের হামলা’ হিসেবে অভিহিত করে সুষ্ঠু তদন্ত ও নিরসনের দাবি তোলেন। একইসঙ্গে ঢাকার কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের জন্য ক্ষতিপূরণ এবং ঘটনার সঠিক তদন্তের দাবি জানান।
বুধবার বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বাউলদের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির অংশ হিসেবে বাউলরা মাঠে-ঘাটে গান করেন। তাদের ওপর এ হামলা উগ্র ধর্মান্ধদের কাজ বলে তিনি মনে করেন। এ ধরনের হিংসাত্মক পথ কারোরই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
কড়াইল বস্তির অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ঢাকা শহরের সবচেয়ে বড় বস্তিগুলোর একটি কড়াইল বস্তি, যেখানে কয়েক হাজার দরিদ্র মানুষ বাস করেন। তার বাসার রাঁধুনির বাড়িটিও পুড়ে গেছে বলে তিনি জানান। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তিনি।
অগ্নিকাণ্ড প্রতিরোধে আইনের প্রয়োগের অভাব ও নেগ্লিজেন্সিকে দায়ী করে তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস ও কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা অপ্রতুল এবং আইন না মানায় এ ধরনের ঘটনা ঘটে। যথাযথ আইনের প্রয়োগ ও অগ্নিনিরোধক ব্যবস্থা থাকলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
কড়াইল অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে তিনি বলেন, সত্যিকারের তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করে দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সকালে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করেন, গোয়ালপাড়া কওমি মাদ্রাসা পরিদর্শন করে উন্নয়নের জন্য ১ লাখ টাকা অনুদান দেন এবং শেষে একটি জাতীয় দৈনিকের আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন।





