ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনা বৃহস্পতিবার ভোরে ঘটে।
সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বিষয়টি জানান।
জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করে।
হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।





