জুম্মান হোসেন, নিজস্ব প্রতিবাদক :
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের এরেন্দা বাজার এলাকায় বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় এ হামলায় আপন তিন ভাইসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে তিনজন বিএনপি ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতা।
আহতরা হলেন—জামাল হোসেন (৪০), বিএনপির সক্রিয় সদস্য; রবিউল ইসলাম (৪৫), বিএনপির কর্মী; কামাল হোসেন (৪২), সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক; এবং জামালের ছেলে শিহাব হোসেন (২০)। তারা সবাই দেয়াড়া ইউনিয়নের এরেন্দা গ্রামের ফজল করিমের সন্তান।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার মানিক (৪৫), নাসিম (২২) ও সাজ্জাদ (২০) ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় চারজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, “এ হামলা ছিল পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” তবে পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।





