শনিবার (১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার কামাল বর্তমান সরকারের কর্মকাণ্ড ও জুলাই সনদ নিয়ে তীব্র সমালোচনা করেন।
তিনি বলেন, “বর্তমান সরকারের নানা পদক্ষেপে সাধারণ মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেটি এখনও জনসম্মুখে উপস্থাপন করা হয়নি—এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। শেখ হাসিনা একসময় জাতিকে প্রতারণা করেছিলেন, এখন আবার নতুন এক প্রতারণার জন্ম হয়েছে—এটা জাতির জন্য লজ্জাজনক।”
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল আরও বলেন, “জুলাই সনদের কিছু ধারায় বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের পর ২৬০ দিনের মধ্যে যদি সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো সংবিধানে অন্তর্ভুক্ত না হয়, তাহলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। কিন্তু এমন নজির পৃথিবীর কোনো দেশে নেই। তাই এই প্রতারণার অবসান ঘটিয়ে দ্রুততম সময়ে স্বাক্ষরিত জুলাই সনদ জাতির সামনে প্রকাশ করুন। আমরা ইতিহাসে দেখেছি, বাংলাদেশে মানুষ ধৈর্য ধরে, কিন্তু অন্যায় মেনে নেয় না—ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই উদাহরণ।”
নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে ভোটের অধিকারের জন্য মানুষ জীবন দিয়েছিল, সেই ভোট অবধারিতভাবে অনুষ্ঠিত হবে। তবে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড দেখে জনগণ সংশয়ে আছে। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তারিখ নিয়ে গড়িমসি করলে দেশের আইনজীবী সমাজ চুপ থাকবে না।”
বর্তমান আইন উপদেষ্টার বক্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, “দেশের মানুষ আইনের শাসন চায়, কিন্তু বর্তমান আইন উপদেষ্টা প্রায়ই বিচার বিভাগ নিয়ে কটূ মন্তব্য করছেন। আইনজীবী সমাজ এসব বক্তব্য ভালোভাবে নিচ্ছে না। এসব মন্তব্য অবিলম্বে বন্ধ করতে হবে, নইলে আইনজীবীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।”
সম্মেলনের সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনায়েতুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মমরুজুল হাসান, আইনজীবী নেতা নূরুল হক, রেজাউল করিম চৌধুরী, মাসুদ তানভীর তান্না প্রমুখ।





