রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ-৯ বিএনপি থেকে এমপি প্রার্থী হতে চান জাহাঙ্গীর আলম

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশা করছেন তরুণ সমাজসেবক মো: জাহাঙ্গীর আলম।

তিনি ইতিমধ্যে পোস্টার, লিফলেট ও গণসংযোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিজের প্রার্থিতা তুলে ধরছেন। “আইনের চোখে সবাই সমান”, “মাদক কে না বলুন”— এসব স্লোগানকে সামনে রেখে তিনি এলাকার তরুণ ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনায় রয়েছেন।

মো: জাহাঙ্গীর আলম জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ও এল.এল.বি (২য় শ্রেণি) ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি কিশোরগঞ্জ জেলা প্রচার দলের প্রতিষ্টাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনয়ন প্রত্যাশী এই তরুণ সমাজসেবক নান্দাইল আসনে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করতে চান।

তাঁর নির্বাচনী প্রচারণায় বলা হচ্ছে— “এমপি হিসাবে দেখতে চাই মো: জাহাঙ্গীর আলমকে।” স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, জাহাঙ্গীর আলম একজন পরিচ্ছন্ন ইমেজের সমাজসেবক। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মানবিক কর্মকাণ্ড ও সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত রয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, আগামী সংসদ নির্বাচনে যদি বিএনপি তাঁকে মনোনয়ন দেয়, তবে তিনি নান্দাইল আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শেয়ার করুন