গাজার শান্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে ‘সবচেয়ে ভালো প্রস্তাব’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার (৮ অক্টোবর) প্রকাশিত রাশিয়া টুডে-কে (আরটি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ল্যাভরভ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ২০ দফা প্রস্তাব দিয়েছেন, যেখানে ‘রাষ্ট্রীয় মর্যাদা’ শব্দটি রয়েছে। তবে পুরো বিষয়টি ‘বেশ সাধারণ ভাষায়’ উপস্থাপিত হয়েছে।
ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, যুদ্ধোত্তর গাজা প্রশাসনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ একটি আন্তর্জাতিক সংস্থা নেতৃত্ব দেবে, যার নেতৃত্বে থাকবেন নিজেই ট্রাম্প। পরিকল্পনাটির সমর্থক আরব দেশগুলো বলছে, এর মাধ্যমে অবশেষে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ খুলে দিতে হবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না।