শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘মুক্তিযুদ্ধকে’ পুনরুদ্ধার করতে হবে :  টুকু

'মুক্তিযুদ্ধকে' পুনরুদ্ধার করতে হবে :  টুকু
মোঃ শরিফুল ইসলাম (বিশেষ প্রতিনিধি)
” এখনকার পোলাপাইন মুক্তিযুদ্ধের নাম শুনলে নাক সিঁটকায় । কেনো সিঁটকায় ? হাসিনা মুক্তিযুদ্ধকে দাউদের মলমের মতো বেচতে বেচতে মানুষকে বিতৃষ্ণা করে ফেলেছে। বুকে লিখে রাখেন ‘মুক্তিযুদ্ধের অতন্ত্র প্রহরী’! কীসের প্রহরী ! শহীদ জিয়ার স্ত্রী একজন মুক্তিযোদ্ধা ! তাকে ঘর ছাড়া করেছে, একটা মুক্তিযোদ্ধাও তখন টু শব্দ করো নাই ! কীসের মুক্তিযোদ্ধা তোমারা ? তোমারা ব্যস্ত ছিলা কেমনে ভাতা বাড়ানো যায় ! কেমনে ছেলের চাকরি অইবো ! কেমনে নাতীর চাকরি অইবো , কেমনে নাতীর ঘরের নাতীর চাকরি অইবো এইসব নিয়া। ‘মুক্তিযোদ্ধকে’ পুনরুদ্ধার করতে অইবো, মুক্তিযোদ্ধার সম্মান পুনরুদ্ধার করতে অইবো , আর এ কাজটি বিএনপি করবে!” আবেগজড়িত কন্ঠে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) দুপুরে সিরাজগঞ্জ শহরের রেলগেইট চত্ত্বরে কর্মীদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচন উপলক্ষে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ,  ” আসন্ন নির্বাচনের আগেই  বিএনপির ৩১ দফাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফার মাধ্যমেই জনগণকে জানাতে পারবে , বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানের নেতৃত্বে কীভাবে দেশ পরিচালিত হবে ! জনগণের উন্নয়নে কী কী পদক্ষেপ নেবে ! আমরা বলেছি, রাষ্ট্র মেরামতের ৩১ দফা। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই দেশ ও জনগণের মৌলিক পরিবর্তন সম্ভব হবে ।”
এছাড়া জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়া প্রসঙ্গ তুলে বলেন, ” বেগম জিয়া ছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেওয়ার পরে তখনো কোনো মুক্তিযোদ্ধা প্রতিবাদ করেননি। মুক্তিযোদ্ধাদের সেই সম্মান ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য সমাপ্ত করেন।
পৌর বিএনপি আয়োজিত এ মতবিনিময় সভায় সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ভিপি শামীম, সিরাজগঞ্জ শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম ও অন্যান্য স্হানীয় নেতাকর্মীগণ ।
শেয়ার করুন