শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে বিএনপি নেতা টুকুর বক্তব্য : বিভ্রান্তিকর স্লোগান ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সমালোচনা

সিরাজগঞ্জে বিএনপি নেতা টুকুর বক্তব্য : বিভ্রান্তিকর স্লোগান ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সমালোচনা
 জলিলুর রহমান জনি সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় অনুষ্ঠিত বিএনপির মতবিনিময় সভা পরিণত হয়েছিল রাজনৈতিক আলোচনা ও ইতিহাস-চর্চার এক ভিন্ন মঞ্চে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু বর্তমান রাজনৈতিক বাস্তবতা নয়, তুলে ধরেন মুক্তিযুদ্ধ ও ইতিহাসের প্রেক্ষাপটে বিএনপির অবস্থান।
টুকু জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, “একটি দল বলে যে, ভোট দিলে পাল্লায় ভোট পাবে আল্লায়। এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর স্লোগান। মানুষকে ধর্মীয় আবেগে ভুল পথে চালিত করা হচ্ছে। আল্লাহর কাছে যাওয়ার কোনো ভায়া মিডিয়া নেই। নামাজ, রোজা নিজেকেই করতে হবে।”
তার এই বক্তব্যের মাধ্যমে তিনি ধর্মকে হাতিয়ার করে রাজনীতির চর্চাকে ‘অসৎ প্রয়াস’ বলে আখ্যায়িত করেন।
তিনি ইতিহাসের উল্লেখ করে বলেন, “যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সহকারী বাহিনী হয়ে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, আজও তারা বিভ্রান্তিকর বয়ান ছড়ায়। পাকিস্তানের মৃত্যু হয়ে গেছে, পাকিস্তান আর কোনোদিন হবে না।”
টুকুর বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে জামায়াতের অতীত ভূমিকা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতার প্রসঙ্গ।
বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি রাজপথে থেকেছে। নেতাকর্মীরা দমন-পীড়ন সত্ত্বেও সংগ্রাম চালিয়ে গেছে। “আমাদের ছাত্রদল ১৬ বছর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি, কিন্তু ছলনার রাজনীতি করেনি,”—এভাবে দলীয় শৃঙ্খলা ও স্থিতিশীলতার কথাও উল্লেখ করেন তিনি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাদের সাহসিকতার কথাও তুলে ধরেন টুকু। বিশেষ করে জেলা বিএনপির সভাপতি একজন নারী হওয়া সত্ত্বেও কীভাবে তিনি নির্যাতন ও হামলার মুখে থেকেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটি তিনি প্রশংসার সঙ্গে উল্লেখ করেন।
বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের অবস্থান নিয়ে সবসময় বিতর্ক ছিল। টুকুর বক্তব্যে আবারও স্পষ্ট হলো, বিএনপি এখনো নিজেদের আলাদা অবস্থান তুলে ধরতে চায় এবং মুক্তিযুদ্ধবিরোধী শক্তি থেকে দূরে থাকার বার্তা দিতে চায়। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ঐক্য ও স্থিরতার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম ভুইয়া এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মুন্সী জাহেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা সাইদুর রহমান বাচ্চু, নাজমুল হাসান তালুকদার রানা, যুবদল নেতা মুরাদুজ্জামান মুরাদসহ অন্যান্যরা।
শেয়ার করুন