এম এ মতিন (নওগাঁ প্রতিনিধি) :
নওগাঁর মান্দায় হিলনা বিলের খালে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌজা মৎসজীবী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নাহিদ হোসেন (৩)। সে একই গ্রামের জাবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাহিদ সকালে বাড়ির পাশে নৌকাতে চড়ে খেলতে গিয়ে খালে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে।
তবে ততক্ষণে তার মৃত্যু হয়। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান,অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।