শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোরে চোর সন্দেহজনক হামলায় মাছ ব্যবসায়ী নিহত

যশোরে চোর সন্দেহজনক হামলায় মাছ ব্যবসায়ী নিহত

মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি :

যশোরের অভয়নগর উপজেলায় চোর সন্দেহে নসিব তালুকদার (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে হামলা করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে স্থানীয়রা তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেন।

নসিব তালুকদারের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামে। তিনি অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। স্থানীয়রা জানান, নিহতের বিরুদ্ধে আগে থেকেই মাছ চুরির অভিযোগ ছিল। ঘটনার দিন ভোরে নলামারা বিলে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের নজরে আসেন এবং ধাওয়া করার সময় আহত হন।

নিহতের ছেলে বাপ্পি তালুকদার বলেন, “আমার বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই হত্যাকারীদের শাস্তি দৃষ্টান্তমূলক হোক।” সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মন্তব্য করেছেন, “মাছ চুরি সংক্রান্ত ঘটনায় এমনটি ঘটতে পারে।”

অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম জানান, মৃত ব্যক্তির মুখ ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের হেফাজতে কয়েকজনকে নিয়ে ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন