মাওলানা রেজাউল করিম (নওগাঁ প্রতিনিধি) :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অদ্য ২৬/০৯/২০২৫ খ্রীস্টাব্দ তারিখ বাদ আসর নওগাঁ জেলার বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়, উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির জনাব মাওলানা ইয়াছিন আলী।
উক্ত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও নওগাঁ জেলা বায়তুল মাল সম্পাদক বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বদলগাছী উপজেলা সভাপতি মো: জাহাঙ্গীর আলম, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতেই হবে এই বিষয়ে খুবই জোরালো বক্তব্য রাখেন গয়ড়া তেতুলিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আ ন ম লুৎফর রহমান ও মো: আব্দুস সামাদ উপজেলা নায়েবে আমির আরো বক্তব্য রাখেন মাওলানা ইলিয়াস হোসাইন নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী,বদলগাছী, নওগাঁ।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মজলিসে শুরা সদস্য ঢাকা দক্ষিণ মহানগরীর আমির বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মাহফুজুর রহমান সাহেব বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী ৪৮ নওগাঁ-৩( বদলগাছি মহাদেবপুর) তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যের ভিতরে বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তিনি পাঁচ দফা দাবীর উপর জোরালো বক্তব্য রাখেন-
পাঁচ দফা দাবীগুলো হলো-
১. জুলাই সনদ বাস্তবায়ন।
২. পিআর পদ্ধতিতে নির্বাচন।
৩. লেভেল প্লেয়িং ফিল্ড।
৪. দৃশ্যমান বিচার,ও
৫. আওয়ামীলীগ সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবী তোলেন।
তিনি বলেন আমরা বিশ্বাস করি—আল্লাহর আইন প্রতিষ্ঠা হলেই দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্ব আসলেই দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে এবং চাঁদাবাজী,টেন্ডারবাজী দুর হবে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমেই মানুষ পাবে প্রকৃত শান্তি ও নিরাপত্তা।
আসুন, আমরা সবাই মিলে সৎ নেতৃত্বের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে ঐক্যবদ্ধ হই। উক্ত অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল নামে।