বশির আহম্মদ মোল্লা (সিনিয়র প্রতিবেদক) :
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবতে বিনা মূল্যে ঔষধ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্ধোধন কালে নরসিংদী-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে।
তারেক রহমানের নিদের্শে বিএনপি’র ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে জনগনের ভোটে ক্ষমতায় আসলে সারা দেশে স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে ব্যপকভাবে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার ব্যাপক দূর্নীতি অনিয়ম করার কারনে দেশের জনগন এ দেশ থেকে আওয়ামী লীগকে বিতারিত করেছেন।
তিনি আরো বলেন, “গ্রামের দুস্থ ও অসহায় মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন থেকেই এই সেবা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক ও উপজেলায় উন্নত স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তোলা হবে।” বিনা মূল্যে ঔষধ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর কার্য্যক্রম প্রতিটি ইউনিয়ন পর্যায়ে চালু করার আশ্বাস প্রদান করেন।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত নরসিংদীর বেলাবো উপজেলার চর উজলাব ইউনিয়নের দেওয়ানের চর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আব্দুল কাদির ভুইয়া জুয়েল এর সার্বিক ব্যবস্থাপনায় বিনা মূল্যে ঔষধ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্ধোধন কালে এ কথা বলেন তিনি।
কোরআন তেলায়েত এর মাধ্যমে দিন ব্যাপী স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাস ব্যাপী কর্মসুচি হিসেবে বিভিন্ন জেলায় চলছে স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ ও মানবিক কার্য্যক্রম। অসহায় মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন থেকেই এই সেবা প্রদান করা হয়েছে।
বিনা মূল্যে ঔষধ বিতরন ও ফ্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রায় ২০০০ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ঔষধ বিতরন কার্য্যক্রম গ্রহণ করেন। ঢাকা থেকে আগত ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অর্থোপেডিক, সার্জারি, শিশু, গাইনি, চর্মসহ বিভিন্ন বিভাগে রোগীরা চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম শাজাহান, জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ, যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরদার মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব হোসেন, রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আক্তার হোসেন, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল হক সবুজ, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু ,কৃষক দলের সদস্য সচিব মোস্তফা কামাল,সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দল ও কৃষক দল,মহিলা দল এর নেতাকর্মীবৃন্দ।