শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পি আর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: বকশীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পি আর ছাড়া নির্বাচন মানবে না জনগণ: বকশীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ গোলাম মোস্তফা :

পি আর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বকশীগঞ্জ উপজেলা মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন। স্লোগানে মুখরিত এই মিছিলে তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের তীব্র নিন্দা জানান এবং জনগণের ন্যায্য দাবি আদায়ের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনের এমপি প্রার্থী এডভোকেট নাজমুল হক সাঈদী। বিশেষ অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা আমীর মোঃ শফিকুল্লাহ বিএসসি, সেক্রেটারি মাওলানা আদেল ইবন আওয়াল আরমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ আব্দুল মোকিত, সহ-সভাপতি আলহাজ্ব রাসেল মাহমুদ, সেক্রেটারি মোঃ আবুল খায়ের প্রমুখ।

বক্তারা কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়নের জোর দাবি জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে কোনো চক্রান্ত ব্যর্থ করে দেওয়া হবে। প্রকৃত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার ফেরাতে আন্দোলনকে আরো বেগবান করার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, “পি আর পদ্ধতি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জনগণের দাবি উপেক্ষা করে যদি একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তবে তার কঠোর জবাব দেওয়া হবে। খুনি, গণহত্যাকারী ও ফ্যাসিস্ট শক্তিকে কোনো অবস্থাতেই বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে। দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

পাশাপাশি বর্তমান সরকারের প্রতি ৫ দফা দাবি মেনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জোর আহ্বান জানান।

শেয়ার করুন