বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টানা ৩৬ ঘণ্টা পর রাজশাহী রোডে বাস চলাচল শুরু, যাত্রীদের মুখে স্বস্তি

টানা ৩৬ ঘণ্টা পর রাজশাহী রুটে বাস চলাচল শুরু, যাত্রীদের মুখে স্বস্তি

অপু (স্টাফ রিপোর্টার, রাজশাহী) :

টানা দুইদিন অচলাবস্থার পর রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মালিক-শ্রমিকদের আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পর মঙ্গলবার সন্ধ্যা থেকে বাস চলাচল শুরু হয়। এতে ভোগান্তিতে থাকা যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পিতা রায় বলেন, “সোমবার বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে গিয়েছিলাম। কিন্তু কোনো বাস না থাকায় ফিরে আসতে হয়েছিল। পূজা সামনে থাকায় বাড়ি যাওয়ার তাড়া ছিল। আজও সকালে বাস না থাকায় চিন্তায় ছিলাম। তবে সন্ধ্যার পর বাস চলতে শুরু করায় অবশেষে বাড়ি যেতে পারছি।”

বাসচালক ও শ্রমিকদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে এক চালককে ট্রিপপ্রতি ১ হাজার ৩৫০ টাকা, সুপারভাইজারকে ৫৭০ টাকা এবং সহকারীকে ৫৩০ টাকা করে দেওয়া হয়। দীর্ঘ ১৭ বছর ধরে এই বেতন বাড়ানো হয়নি।

তাদের দাবি—

  • চালকের বেতন ট্রিপপ্রতি ২ হাজার টাকা
  • হেলপারের ১ হাজার টাকা
  • সুপারভাইজারের ১১০০ টাকা
  • পাশাপাশি হোটেল ভাড়া ও খাবারের খরচ ভাতা হিসেবে প্রদান।

এ দাবিতে গত ৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। পরে ৯ সেপ্টেম্বর মালিক পক্ষ আশ্বাস দিলে কর্মবিরতি স্থগিত হয়। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করায় সোমবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনায় ইতিবাচক সমাধান এসেছে। ফলে দীর্ঘ ৩৬ ঘণ্টার কর্মবিরতি শেষে শ্রমিকরা কাজে ফিরেছেন। এতে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়েছে।”

এদিকে বাস বন্ধ থাকায় টানা দুইদিন ট্রেনে যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যায়। টিকিট সংকটে পড়ে অনেকে নিরুপায় হয়ে পড়েন। তবে মঙ্গলবার সন্ধ্যা থেকে বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন