মোঃ খালেদ মোশাররফ সোহেল (বরগুনা প্রতিনিধি) :
বরগুনার আমতলীতে নৌবাহিনীর কন্টিনজেন্ট ও থানা পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৫ টাপর্যন্ত আমতলী নতুন বাজার বাসস্টান্ডের সামনের সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বদেন নৌবাহিনীর কন্টিনজেন্ট ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ, এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের মো. নুরুজ্জামান, সিরাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা।
চেকপোস্টে মিনি পিকআপ, প্রাইভেটকার, মোটরসাইকেলওযাত্রীবাহী পরিবহনের কাগজপত্র, ফিটনেস সনদ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট পরীক্ষা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের কারণে মোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ বলেন, সড়কে শৃঙ্খলাফেরাতেপরিবহন চালকদের সচেতনতা বাড়াতে হবে। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ৮টি মামলা ও ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তার স্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এক্স), বিএন (পি নং ৩৫১৯) এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট ০১ টি সেকশন ও আমতলী থানা পুলিশের ২ জন সদস্যস একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজি, মহেন্দ্র, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।