মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আমতলীতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ খালেদ মোশাররফ সোহেল (বরগুনা প্রতিনিধি) :

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সোমবার বেলা ১১ টায় আমতলী পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

আমতলী উপজেলা প্রশাসক মো. রোকুনুজ্জামান খান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, নৌবাহিনীর কোম্পানী কমান্ডার লেঃ সাব্বির আহমেদ, আমতলীর সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ওসি (তদন্ত) মো.সাইদুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মো.মনিরুল ইসলাম তালুকদার, আমতলী পৌর বিএনপির আহবায়ক মো.কবির উদ্দিন ফকির, সদস্য সচিব মো. জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুখ. জামায়াতে ইসলামী বাংলাদেশের মো. আব্দুল মালেক, আমতলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডঃ হরিহর চন্দ্র দাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক মজুমদার।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাংবাদিক সাইফুল্লাহ নাসির, সাঈদ খোকন,তালুকদার মোহাম্মদ কামাল, জিয়া উদ্দীন সিদ্দিকী,মো. মনির হোসেন, সজিব মিয়া প্রমুখ।

উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব উৎসবমূখর পরিবেশে পালনে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার কথা জানান এবং সভায় উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন এবারের পুঁজা হবে শান্তিপুর্ন ও আনন্দের।

প্রস্তুতিমূলক সভায় আমতলী পৌরসভার ১৩টি পূজামন্ডপের সভাপতি সম্পাদকসহ গন্যমান্য ব্যাক্তিরা সভায় অংশগ্রহন করেন।

শেয়ার করুন