মো:আব্দুর রউফ (পাবনা সাঁথিয়া প্রতিনিধি) :
পৌরসভার সড়ক নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী সজল নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করতে নিষেধ করলেও কাজ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান।
জানা গেছে কোভিড ১৯ প্রকল্পের আওতায় বোয়াইলমারী মন্তাজের বাড়ি হইতে বেড়া-মাধপুর সড়ক পর্যন্ত ৩২ লাখ ৩৪ হাজর টাকা ব্যয়ে নির্মানাধীন সড়কে কাজ পায় নুরুজ্জামান মিয়া নাটিয়াবাড়ি বেড়া। কাজের শুরু থেকেই তিনি বিভিন্নভাবে অনিয়ম করে আসছেন। আজ সোমবার ( ২২ সেপ্টেম্বর) নিম্নমানের খোয়া দিয়ে কাজ করছে মর্মে সাংবাদিকদের নিকট অভিযোগ আসে। খবর পেয়ে সরেজমিন সাইটে দেখা মেলে নিম্নমানের খোয়া। যে খোয়াগুলো এনে রেখেছে সেগুলো একেবারেই নিম্নমানের খোয়া।
এ ব্যাপারে সাঁথিয়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী সজল আহমেদকে জিজ্ঞাসা করিলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদার আমাদের কোন কথাই শুনেন না। আমাদেরকে না জানিয়েই তিনি সাইটে নিম্নমানের খোয়া ঢেলে রেখেছেন।
এ বিষয়ে সাঁথিয়া পৌরসভার প্রশাসক সাদিয়া সুলতানা বলেন,ঠিকাদারের পক্ষ থেকে রাস্তা নির্মাণ কাজ করার কথা আমাদের জানানো হয়নি। জনগণের অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শনে এসে নিম্নমানের খোয়া দেখতে পাই।যেকারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।