রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‎নেত্রকোণায় বিএনপি ছাড়লেন অর্ধশতাধিক নেতাকর্মী, যোগ দিলেন জামায়াতে

নেত্রকোণায় বিএনপি ছাড়লেন অর্ধশতাধিক নেতাকর্মী, যোগ দিলেন জামায়াতে

‎মুহা. জহিরুল ইসলাম অসীম (নেত্রকোণা প্রতিনিধি) : 

‎নেত্রকোণা জেলার সদর উপজেলার আমতলা ইউনিয়নে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা এনামুল হক।

‎যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও পৌর বিএনপির সাবেক সদস্য বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান। ‎যোগদান উপলক্ষে সাইদুর রহমান বলেন, ‎“ছাত্র রাজনীতি থেকেই বিএনপির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু মোটা অঙ্কের টাকা না দেওয়ায় দলে মূল্যায়ন পাইনি। বর্তমানে জেলা বিএনপির নেতৃত্ব ত্যাগীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও হাইব্রিড রাজনীতিকে প্রশ্রয় দিয়েছে। তাদের অপকর্মের কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইনসাফভিত্তিক রাজনীতির প্রত্যাশায় জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”

‎আমতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহফুজুল হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এনামুল হক বলেন, “গত ১৬ বছর আমরা দমন-পীড়নের শিকার হয়েছি। এমনকি পাঁচজন মিলে খাবার অনুষ্ঠান করার সুযোগও দেওয়া হয়নি। কিন্তু ৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি। যারা আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের বলি—চাঁদাবাজি বন্ধ করুন। ইতিমধ্যেই ঢাকসু ও জাকসু নির্বাচনে আপনারা এর ফল ভোগ করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের শাসন প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লায় ভোট দিন।”

শেয়ার করুন