রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচবিবির বাগজানায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ

পাঁচবিবির বাগজানায় গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ

রেজুয়ান (পাঁচবিবি, জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের পথেপ্রান্তে ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১’দফা বাস্তবায়নের লক্ষ্যে গনসংযোগ পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে বাগজানা ইউনিয়ন পরিষদ থেকে একটি বিশাল বহর ইউনিয়নের শেকটা, জীবনপুর, সোনাপুর, আটাপাড়া, মোড়েরহাট ও কয়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ছাত্রনেতা মোঃ গোলজার হোসেন, বিষেশ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মাসুদ রানা প্রধান।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাষ্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মঞ্জুরে মওলা পলাশ, বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি আঃ লতিফ মন্ডল, সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংগাঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সম্পাদক আব্দুল মতিন, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ হাকিম মন্ডল, সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন উর রশীদ রাজু মাস্টার, সম্পাদক মোঃ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশীদ লিটন, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সোবাহান মহুরী, সম্পাদক মোঃ মামুনুর সরকার রাশেদুল, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার আলী খাঁ, জেলা যুবদল নেতা মোঃ আনিছুর রহমান আনিছ, উপজেলা যুবদল নেতা নয়ন প্রধান, মিজানুর রহমান, মাহমুদ হোসেন মামুন, সাব্বির হোসেন, রাজ খান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, জনাবুর রহমান জনি, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব এস এম নাহিদ হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব মোঃ হাসানুজ্জামান রাব্বি, মহিপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান, জেলা ছাত্রদল নেতা এম এ তাহের, মোঃ আল ইমরান মন্ডল, ইউনিয়ন যুবদল নেতা সিদ্দিকুর রহমান খোকন, মোঃ সাদ্দাম হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল-ফারুক সহ জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন