রেজুয়ান (পাঁচবিবি, জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়ার ভুইডোবা সীমান্ত দিয়ে ভারতীয় এক মহিলাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে তার পরিবারের হাতে তুলে দিলেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
ভারত ফেরত যাওয়া নাগরিক (মহিলা) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার চকমামদী মহিপুর গ্রামের মৃত দিদার মন্ডলের মেয়ে মোছাঃ খাদিজা বিবি (৩০)। খাদিজা বলেন, বাংলাদেশের জয়পুরহাট শহরের রমজান মন্ডলের ছেলে আল-আমিনের সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য ভারত ছেড়ে বাংলাদেশ আল-আমিনের বাড়িতে যাই।
প্রায় ৬’মাস তার সঙ্গে ঘর সংসার করি সরকারিভাবে আমাদের বিয়ের কাবিন না হলেও ইসলামী মত হয়েছে। আমার ভবিষ্যৎ জীবন অনিশ্চিত হবে ভেবে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমার বড় ভাইয়ের মাধ্যমে ভুইডোবা সীমান্তের এক যুবকের মাধ্যমে যোগাযোগ করি। গত সোমবার আল-আমিন কাজের জন্য বাহিরে গেলে আমি বাড়ি থেকে পালিয়ে সীমান্তে চলে আসলে বিজিবি আটক করে।
খাদিজা আরো বলেন, আমার ১৪ বছরের ১’ছেলে ও ৭ বছরের ১’মেয়ে সন্তান আছে। স্বামী মমতাজ মন্ডলের সঙ্গে আমাদের সাংসারিক জীবনে প্রায় ঝগড়া হতো এক সময় আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করেছে সে।
বুধবার বিকালে উপজেলার ভুইডোবা সীমান্তের ২৮১/৬২ পিলার এলাকা দিয়ে খাদিজাকে উভয় বাহিনীর সদস্যর উপস্থিতিতে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এসময় কয়া ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক অপরদিকে ভারতের বালুপাড়া বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি মারিআপ্পান সহ উভয় বাহিনীর সদস্য ছিলেন।