বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডাকসু’তে নাসিরনগর উপজেলার দুইজন শিক্ষার্থী নির্বাচিত

ডাকসু'তে নাসিরনগর উপজেলার দুইজন শিক্ষার্থী নির্বাচিত

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি) :

সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হল সংসদ থেকে নাসিরনগর উপজেলার দুইজন শিক্ষার্থী বিজয়ী হয়েছে।

বিজয়ীরা হলেন- মোঃ আমীর হামজা বিল্লাহ, স্যার এ এফ রহমান হল সংসদ থেকে সাহিত্য সম্পাদক পদে বিজয়ী হয়। আমীর হামজা বিল্লাহ চাপরতলা ইউনিয়নের গাড়াউক গ্রামের মোঃ সাদেক বিল্লাহর ছেলে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের (২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

পপি রানী দাস (ক্লিওপেট্রা), কবি সুফিয়া কামাল হল সংসদ থেকে কার্যকরী সদস্য পদে ১৫৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। পপি রানী দাস হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের শ্যামল দাসের মেয়ে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের (২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে নাসিরনগর উপজেলা থেকে ৫ জন শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

শেয়ার করুন