বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত

বকশিগঞ্জ প্রতিনিধি :

“দলকে শক্তিশালী করতে বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”—বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জের গণমানুষের নেতা এম. রশিদুজ্জামান মিল্লাত।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপফেলা বিএনপি’র উদ্যেগে রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে সমাবেশের আয়োজন করা হয়। তবে প্রবল বৃষ্টির কারণে মাঠে পানি জমে গেলে সমাবেশটি অনুষ্ঠিত হয় মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার শাহাদাত বিন জামান সোভনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, “আগামী নির্বাচনে আমাদের জয় নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভেদ সৃষ্টি করলে দলের ক্ষতি হবে, তাই সবাইকে একযোগে কাজ করতে হবে। জনগণের ভালোবাসা ও ভোটই আমাদের শক্তি। এজন্য ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।”

তিনি আরও বলেন, “আমি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে সারাদেশে নানা দায়িত্ব পালন করছি। তাই বকশীগঞ্জের উন্নয়ন ও জনগণের সাথে নিবিড় যোগাযোগ রাখার জন্য আমার ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান সোভনকে আপনাদের সাথে কাজ করার দায়িত্ব দিয়েছি। ইনশাআল্লাহ তিনি আপনাদের পাশে থেকে কাজ করবেন।”

মিল্লাত তার বক্তৃতায় বকশীগঞ্জবাসীর উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—

বকশীগঞ্জ রেললাইন নির্মাণ,

বিনামূল্যে পরিবার কার্ড বিতরণ,

কিয়ামত উল্লাহ কলেজে অনার্স চালু করা,

খাতেমুন মঈন মহিলা কলেজকে সরকারি করণ।

তিনি জোর দিয়ে বলেন, “দেখুন, জামায়াতে ইসলামী নেত্রীরা ঘরে ঘরে গিয়ে মহিলাদের কাছে ভোট চাইছে। আমাদেরও আরও বেশি করে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায় করতে হবে। জয় আমাদের হবেই, ইনশাআল্লাহ।”

বক্তারা সমাবেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও তৃণমূল পর্যায়ের কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি জনগণের দল, জনগণের ভোটেই বিএনপিকে বিজয়ী করে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কর্মী সমাবেশের কার্যক্রম শেষ হয়।

শেয়ার করুন