নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রের প্রস্তুতি জোরদার করেছে। তবে চূড়ান্ত করা ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫টিতে এখনও বিদ্যুৎ সংযোগ নেই। এসব কেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে জরুরি নির্দেশ দিয়েছে কমিশন।
রবিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত চিঠিতে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে স্থাপিত কেন্দ্রগুলোর মধ্যে যেসব কেন্দ্রে বিদ্যুৎ নেই, সেখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও কার্যক্রম নিশ্চিত করতে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ইসি সূত্র জানায়, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ১,১৫,১৩৭টি ভোটকক্ষ এবং নারীদের জন্য ১,২৯,৬০২টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। মোট ভোটকক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় প্রতিটি কেন্দ্রে গোপন বুথের সংখ্যা বাড়ানো হবে।
নির্বাচনের সময়সূচি অনুযায়ী, রবিবার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারি মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।
এদিন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় গণভোটও অনুষ্ঠিত হবে।





