সংসদ সদস্যদের অনিয়ম সংক্রান্ত অভিযোগ তদন্তে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সংশোধিত আইনের আওতায় এখন কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ উঠলে স্পিকার ও নির্বাচন কমিশন—উভয়েই যৌথভাবে কিংবা আলাদাভাবে তদন্ত শুরু করতে পারবেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ইসি কমিশনার জানান, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এলে স্পিকার চাইলে নিজ ক্ষমতায় বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন। অতীতে বাংলাদেশে এ ধরনের চর্চা ছিল না, তবে আইনি সংশোধনের মাধ্যমে এখন সে সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, নতুন আইনে নির্বাচন কমিশনকেও স্বপ্রণোদিত হয়ে কোনো এমপির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তার আসন হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।





