বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৩৯ টাকা কেজিতে ধান, ৫০ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

আমন ধান সংগ্রহ শুরু হয়েছে জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার ৩৯ টাকা কেজিতে ধান এবং ৫০ টাকায় সিদ্ধ চাল কিনবে। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই আগেভাগেই সংগ্রহ শেষ করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে আমন সংগ্রহ অভিযান সংক্রান্ত সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, এবার আমন ধান বেশি পরিমাণে কেনা হবে। আগে ধান ও চাল সংগ্রহে আনুপাতিক হারে ব্যবধান থাকতো, এবার তা থাকবে না, যা কৃষকদের উৎসাহিত করছে। ধান ৩৯ টাকা কেজি, সিদ্ধ চাল ৫০ টাকা কেজি এবং আতপ চাল ৪৯ টাকা কেজিতে ক্রয় করা হবে। সংগ্রহের ডেডলাইন ফেব্রুয়ারি, তবে নির্বাচনের কারণে এর আগেই প্রায় সব সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, ৫০ হাজার টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের মিনিমাম টার্গেট নির্ধারণ করা হয়েছে। ধান উৎপাদনে কিছু পরিমাণ ঘাটতি থাকায় আমদানি প্রয়োজন হয়।

উপদেষ্টা বলেন, ৫০ লাখ থেকে ৫৫ লাখ পরিবারের কাছে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের খাদ্যবান্ধব কর্মসূচি চলছে। আগে এটি ৫ মাসের জন্য দেওয়া হত, এখন ৬ মাসের জন্য দেওয়া হচ্ছে। এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তরের সময় খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে।

শেয়ার করুন