রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিপুল পরিমাণ পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছে র্যাব-২। বুধবার (১২ নভেম্বর) সকালে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে র্যাব-২ এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের তিনরাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে তারা একটি পরিত্যক্ত স্থাপনা থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করে।
র্যাবের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ১৩ নভেম্বর ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মসূচি ঘিরে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য সেখানে মজুদ করা হয়েছিল।
র্যাব জানায়, উদ্ধার করা পেট্রোল বোমা ও ককটেলগুলো নিরাপদে অপসারণ ও নিষ্ক্রিয় করতে র্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। ঘটনাস্থল ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।





