জেলা প্রতিনিধি :
নওগাঁ জেলা পুলিশ কর্তৃক ১০২টি হারানো মোবাইল উদ্ধার ও প্রকৃত মালিকের নিকট হস্তান্তর বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিপিএম পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুমন রঞ্জন সরকার নওগাঁ জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১০২টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর এবং নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোবাইল ফোন ব্যবহারকারীদের সর্তকতার সাথে মোবাইল ফোন ব্যবহার করতে এবং কোন কারণে মোবাইল ফোন চুরি কিংবা হারানো গেলে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





