বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনের জন্য আমরা ভালোভাবে প্রস্তুত: শফিকুল আলম

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচনের মাত্র ৩৭ দিন বাকি রয়েছে। আমরা মনে করি, আমরা যথেষ্ট ভালোভাবে প্রস্তুত। এরই মধ্যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মবিশ্বাস আরও বাড়ছে। কারণ তারা পরপর তিনটি বড় ইভেন্ট খুব সুচারুভাবে পরিচালনা করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট আগে হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, “নির্বাচনের বিষয়ে যারা কনফিউশন এখনও ছড়াচ্ছেন, আমরা দেখছি তো তাদের প্রোফাইলগুলো খুবই ক্লিয়ার। আগে তাদের রোল কী ছিল, তারা কেন ছড়াচ্ছেন।”

তিনি আরও বলেন, “শরীফ ওসমান হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং সেই উপলক্ষে একটি বড় রাজনৈতিক জনসমাগম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা— বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট আগে হয়নি। আপনি যদি জনসাধারণের উপস্থিতি দেখেন, ক্রাউড সংখ্যা দেখেন, এত বড় ইভেন্ট বাংলাদেশে আগে হয়নি। যখন সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়া মারা গিয়েছিলেন, তার জানাজা আমরা শুনেছি— অনেক বড় হয়েছিল। আমাদের কাছে সেই সংখ্যাটি নেই, কিন্তু এই তিনটি ইভেন্ট পুলিশ সিকিউরিটি বাহিনী খুব সুচারুভাবে পরিচালনা করেছে। সেজন্য আমি বলছি, আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে।”

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের সিকিউরিটি যারা দেখেন, যে এজেন্সিগুলো, তারা কথা বলেছেন। যাদের নিরাপত্তা দরকার, তাদের অনেককে গানম্যান প্রদান করা হয়েছে। পুরো লিস্ট আপনি পুলিশের কাছ থেকে পাবেন। রাজনৈতিক দলগুলোর কাছেও এটি পাওয়া যাবে। অনেকে এ বিষয়ে প্রকাশ্যে বলতে চান না, সেজন্য আমরা সব তথ্য প্রকাশ করছি না। তবে রাজনৈতিক দল নেতাদের নিরাপত্তা আমাদের একটি প্রধান অগ্রাধিকার। পুলিশ এই বিষয়টি নিয়ে কাজ করছে, বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চ। এছাড়া স্থানীয় স্তরে যদি তারা নিরাপত্তা চান, পুলিশ খতিয়ে দেখবে কতটা প্রয়োজন।”

এ সময় তিনি জানান, ভোটের গাড়ির প্রচারণা সাড়া পাওয়ায় ক্যারাভানে গাড়ির সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ৩০ করা হবে। নতুনভাবে আরও ২০টি গাড়ি ৯ জানুয়ারি থেকে যাত্রা শুরু করবে। এটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মোট ৩০টি টিভিসি ব্যবহার করা হবে এবং কিছু ক্ষেত্রে সেগুলো স্ট্র্যাটেজিক পয়েন্টে অবস্থান করবে।

শেয়ার করুন